Skip to main content

Posts

Showing posts from April, 2018

কোটা সংস্কারের দাবির আন্দোলন একমাসের জন্য স্থগিত

আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারের আশ্বাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন একমাসের জন্য স্থগিত করা হয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা। সচিবালয়ে বৈঠকে সরকারের পক্ষ থেকে দাবির যৌক্তিকতা ইতিবাচকভাবে দেখার আশ্বাস দেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার বিকেলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসেন সড়ক তিনি। ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্দোলনরত নেতারা। বিকেল সাড়ে ৪টার দিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করতে যান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা আড়াইটার দিকে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে ওবায়দুল কাদেরকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আ