Skip to main content

কোটা সংস্কারের দাবির আন্দোলন একমাসের জন্য স্থগিত

আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সরকারের আশ্বাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন একমাসের জন্য স্থগিত করা হয়েছে।

আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছে তারা।
সচিবালয়ে বৈঠকে সরকারের পক্ষ থেকে দাবির যৌক্তিকতা ইতিবাচকভাবে দেখার আশ্বাস দেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের নিয়ে বৈঠকে বসেন সড়ক তিনি।
ওই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্দোলনরত নেতারা।

বিকেল সাড়ে ৪টার দিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ জনের একটি প্রতিনিধিদল ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করতে যান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেলা আড়াইটার দিকে ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে ওবায়দুল কাদেরকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্ব প্রতিনিধিদল সচিবালয়ে যাবে।

এর আগে বেলা আড়াইটার দিকে রাজু ভাস্কর্যের কাছে অবস্থান নেয়া আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডেকেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আলোচনা প্রসঙ্গে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ ব্রিফিংয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, ওবায়দুল কাদের আন্দোলনরত ২০ জনকে ডেকেছেন আলোচনা করার জন্য।

Comments